নজরুল ইসলাম :মানবতাই পরম ধর্ম,কে হিন্দু কে মুসলিম,এসব ভেবে আল্লাহর জান্নাত খুঁজে পাওয়া যাবে না, তাই এসব ভেবে সুখায়ু সামাজিক সংগঠনের ব্যানারে ৮জানুয়ারী ২০২২ (শনিবার) মাধবদী মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর গ্রামে একটি অসহায় হিন্দু পরিবার ও একটি মুসলিম পরিবার কে পৃথক পৃথক দুটি ঘর নির্মাণ করে উপহার দেয়া হয়। আজ সকাল ৮ টায়
সংগঠনের চেয়ারম্যান মানবতার বন্ধু ও মুক্তাদিন ডাইং এর এম,ডি আলহাজ্ব জাকির হোসেন ভুঁইয়া নিজে উপস্থিত থেকে ২ জনের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন। এ সময় উপস্হিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক হাজী মোঃ আহসান হাবীব রোমান, প্রেসিডিয়াম সদস্য হাজী মোঃ ভিপি মনির সহ সংগঠনের প্রায় ২৫ জন্য সদস্য।