আড়াইহাজার টাইমস রিপোর্ট: আড়াইহাজারে কাইয়ুম (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার ২৭ আগষ্ট ভোরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ এ ব্যাপারে জড়িত থাকার সন্দেহে হিমেল (২০) নামে এক কিশোরকে আটক করেছে । সে একই ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার আবুল বাসারের ছেলে।
স্থানীয়রা জানান, ওই সময় ইদবারদী গ্রামের মোজাম্মেলের ছেলে নির্মাণ শ্রমিক কাইয়ুম নরসিংদী মদনগঞ্জ সড়কের ইদবারদী নামক স্থানে একটি দোকানে নাস্তা আনতে যায়। এমন সময় অজ্ঞাত ২/৩ জন যুবক তার কাছে আসে এবং একজন তাকে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে দ্রুত চলে যায়। ফলে ঘটনাস্থলেই কাইয়ুমের মৃত্যু হয়। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার কারণ জানা যায়নি। তবে ঘটনা শেষে পালিয়ে যাবার সময় এলাকাবাসি বালিয়াপাড়া গ্রামের আবুল বাসারের ছেলে হিমেলকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, আটক হিমেলকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
