টাইমস রিপোর্ট :আড়াইহাজারে চালকের হাতপা মুখ বেধে মিশুক অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে উপজেলার আড়াইহাজার পৌরসভার চামুর কান্দি গ্রামের আলআমিনের ছেলে অটো চালক সাব্বির(১৬) সব্জি আনতে গাউছিয়া যাওয়ার পথে ফকির বাড়ি সংলগ্ন চামুর কান্দি ব্রিজে আসা মাত্র ৭/৮?জনের সংঘবদ্ধ মুখোশধারীডাকাত দল দেশীয় অস্রশস্র নিয়ে পথ রোধ করে।অটোচালককে মারদোর করে সাথে থাকা নগদ টাকা এনরয়েড মোবাইল ফোন ও অটো গাড়িটি ছিনিয়ে নিয়ে যায়। তাকে হাতপা মুখ বেধে পার্শ্ববর্তী পুকুড় পাড়ে ফেলে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
Next Article আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্মহত্যা
আড়াইহাজার টাইমস
আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।
