ছবি: দোলা ইসলাম সাজু ও রাসেল
স্টাফ রিপোর্টারঃ সুন্দরীদের রূপ লাবণ্যে মুগ্ধ সবাই, তবে বিপত্তি ঘটে তখনই, যখন কেউ কোনও ভয়ঙ্কর সুন্দরীর ফাঁদে পড়ে যান! যেই অসাধু সুন্দরীদের চেহারায় থাকে আভিজাত্যের ছাপ। তেমনি একজন সুন্দরী নারীর নাম দোলা ইসলাম সাজু (২৮) পিতাঃ মোঃ দুলাল মিয়া বন্দর বেপারী পাড়া। বোন সানিয়া আক্তার। ভাই আশিক রাজ। এই সুন্দরী চক্রের ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়ে গেছেন বহু পুরুষ। তবুও কখনো কখনো একতরফা দোষ ভুক্তভোগী পুরুষের ঘাড়েই চেপে বসে। তবে সম্প্রতি কতিপয় খারাপ চরিত্রের সুন্দরীদের অপরাধের বিষয়ে মাথা ঘামাতে শুরু করেছে আইন প্রয়োগকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা সহ মানবাধিকার সংস্থাগুলো গত পাঁচ মাস আগে দোলা ইসলাম সাজুর সাথে পরিচয় হয় মালেশিয়া প্রবাসী মোঃ কাজল (৩৭) এর, কথা বার্তায় একপর্যায়ে নিজেদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে দোলা ইসলাম সাজুর। প্রতারণার জালে জড়িয়ে যায়- মালেশিয়া প্রবাসী কাজল।
বিগত পাঁচ মাস যাবৎ দোলা ইসলাম সাজুর সংসারের যাবতীয় খরচ বহন করে আসছে এবং বিয়ের কেনাকাটা বাবদ ৬.৮৫০০০ টাকা এবং গহনা বাবদ ৩.২০০০০ টাকা- পাঠিয়ে বিয়ের প্রস্তুতি নিতে বলেন মোঃ কাজল। আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে সবার আলোচনার মাধ্যমে গত ১২/১০/২০২২ইং তারিখ বিয়ের দিন তারিখ ঠিক করা হয় ১৪/১২/২০২২ ইং তারিখের শুক্রবার সন্ধ্যা ৬ টায় দোলার সাথে কাজলের শুভ বিবাহে বিচ্ছেদের ঘন্টাবাজেদোলা ইসলাম সাজু ও কাজলের বিয়ের দিন উপস্থিত হয় প্রতারনার মহা নায়ক কথিত সাংবাদিক মোহাম্মদ রাসেল, উপস্থিত আত্মীয় স্বজন ও বন্ধুদের বলে এই বিয়ে হবেনা আমাদের দোলা ইসলাম সাজু এই বিয়ে করতে অনিচ্ছুক।
কারণ জানতে চাইলে উপস্থিত বন্ধু ও আত্মীয় স্বজনদের উপর হামলা করতে আসে কথিত সাংবাদিক মোঃ রাসেল, এলাকার লোকজনের সাথে আলোচনা করে জানা যায়- দোলা ইসলাম সাজু ও কথিত সাংবাদিক রাসেল বহুদিন যাবত প্রবাসীদের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ ও সম্পদ আত্মসাৎ করে আসছে। এই দোলা ইসলাম সাজু- কথিত সাংবাদিক রাসেলের একজন অন্যতম প্রতারক সহযোগী।
কথিত সাংবাদিক রাসেল এবং দোলা ইসলাম সাজুর প্রতারণার চক্রে আঁটকে আছে প্রবাসী কাজলের সবকিছু, বিয়ের দিন তারিখ ঠিক করার পরেও সাংবাদিক রাসেল বিয়ের খরচ বাবদ বিশ হাজার টাকা বিকাশে করতে বলে, মোঃ কাজল বিশ হাজার টাকা বিকাশে পাঠিয়ে দিয়েছেন। সকল প্রমাণপত্র সংরক্ষিত রয়েছে। মালেশিয়া প্রবাসী কাজল এই সমস্যার সমাধানের জন্য বন্দর থানায় একটি সাধারণ ডায়রি করেন।