মোঃ নজরুল ইসলামঃ চায়ের দেশ নামে খ্যাত সিলেট পটভূমিতে হঠাৎ করে পাহাড়ি ঢল ও বন্যার পানিতে প্রায় কয়েকহাজার মানুষ পানি বন্ধি হয়ে পড়ে। থমকে যায় মানুষের জীবন যাত্রা। প্রাণ হারায় বহু মানুষ। ক্ষতিগ্রস্ত বানবাসী মানুষের পাশে সাহায্যে হাত বাড়িয়ে দিতে ত্রাণ সামগ্রী নিয়ে ৫ জুলাই মঙ্গলবার অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন সু-খায়ুর পক্ষ থেকে সিলেট, সুনামগঞ্জ জেলার বাউল শিল্প শাহ আঃ করিম ও সুরঞ্জিত সেন গুপ্তের জন্মভুমি দিরাই উপজেলার ভাটিপাড়া ও মানিক দা,সুজনপুর,খিরদা গাও সেচনীও বাংলাবাজার গ্রামের বন্যার্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন সুখায়ুর চেয়ারম্যান, মাধবদী জনকল্যাণ সংস্থার সভাপতি ও মোক্তাদিন ডাইং এর এম ডি আলহাজ্ব জাকির হোসেন ভুইয়ার নেতৃত্বে সুখায়ুর সদস্যরা। সুনামগঞ্জ জেলার কয়েকটি গ্রামের দুস্থ বন্যার্ত পরিবারের মাঝে ১হাজার টাকা করে মোট ৪ শত পরিবারের মাঝে ৪ লক্ষ টাকা বিতরণ করা হয়। এমময় উপস্হিত ছিলেন সু্খায়ুর সাধারন সম্পাদক আ.ফ.ম সাইদ হাসান কাজল, প্রেসিডিয়াম সদস্য ভিপি মনির, সহ সভাপতি আপেল চৌধুরী,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম, সদস্য আঃ সাত্তার মাদবর আলী, আনোযার মোল্লা। টাকা বিতরণে সার্বিক সহযোগিতা করেছেন দিরাই উপজেলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, সুখায়ুর সদস্য বাচ্ছু মিয়া, ফারুক মিয়া, আলমগীর, গোপাল সাহা সহ অন্যান্যরা।গ্রাম বাসীরা বলেছে আমরা চাল ডাল পিয়াস চিড়া মুড়ি পেয়েছি, নগদ টাকা কোন দিনই পাইনি, এই প্রথম আমরা নগদ টাকা পেয়েছি আবার নতুন টাকা, আমরা নতুন টাকা পেয়ে খুব খুশি, আমরা সুখায়ুর সভাপতি জাকির ভুইয়ার জন্য দোয়া করব তিনি যেন আমাদের কে সব সময় দান করতে পারেন।
Previous Articleআড়াইহাজারে ব্যবসায়িকে কুপিয়ে জখম নগদটাকা লুটের অভিযোগে মামলা

আড়াইহাজার টাইমস
আড়াইহাজার টাইমস হলো সবচেয়ে দ্রুত জনপ্রিয় হওয়া ওয়েব পোর্টাল। আড়াইহাজারের সমস্ত সংবাদ সবার আগে পেতে আড়াইহাজার টাইমস ডট কম এর সাথেই থাকুন।