নিজস্ব প্রতিবেদক: নারায়নগঞ্জের আড়াইহাজরে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাহমুদপুর ইউনিয়ন গহরদী বাদশা মিয়ার বাড়ি এলাকায় ১০ জুলাই (শুক্রবার) বাদ জুমা ব্লাড ডোনার সোসাইটির উদ্যেগে ভারতের বিজেপি মুখপাত্র কতৃক রাসুল সা: এবং উম্মুল মোমিনীন আয়েশা রা: শানে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এতে নেতৃত্ব দেন হাফেজ মাওলানা কাইয়ুম আব্বাস, বিক্ষোভ মিছিল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী বাদশা মিয়ার বাড়ী এলাকা থেকে গহরদী মোল্লা বাড়ি পর্য়ন্ত প্রদক্ষিন করে বাদশাহ মিয়ার বাড়ি এসে শেষ হয়। বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মহানবী (স:) কে নিয়ে ভারতের মুখপাত্র নুপুর শর্মার আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বক্তব্য দেন। প্রধান বক্তা হিসেব বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাছান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান,হাফেজ মাওলানা মুফতি নাজমুল ইসলাম,হাফেজ মাওলানা লতিফ উদ্দিন,হাফেজ মাওলানা মুফতি মাহবুল হাসান প্রমুখ। সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
