নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় RAB-11 র একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে পরিবহনে চাঁদাবাজির সময় হাতেনাতে ০২ চাঁদাবাজকে গ্রেফতার করে তাদের নিকট থেকে চাঁদাবাজির ১৪৮০টাকা উদ্ধার করা হয়। মোঃ রাকিব হোসেন (২০)জেলা-ময়মনসিংহ,মোঃ কামাল হোসেন (৪২), জেলা-পটুয়াখালী। অনুসন্ধানে জানা যায়,একটি চাঁদাবাজ চক্র নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্রগ্রাম-সিলেট মহাসড়কে চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ও হুমকি দিয়ে জোরপূর্বক প্রতিটি গাড়ী থেকে দৈনিক ৫০-১০০টাকা করে চাঁদা আদায় করছিল।
RAB-11 এর সহকারি পরিচালক, এএসপি মোহাম্মদ সম্রাট তালুকদার জানান এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
