আড়াইহাজার প্রতিনিধি : আড়াইহাজারে পুকুরে মাছ ধরতে গিয়ে পুকুর মালিকের ধাওয়া খেয়ে নিখোঁজ হওয়ার ৩দিন পর ওই পুকুর থেকেই রিয়াত (৭) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার খিরদাশাদী এলাকায় রব হাজির পুকুরে গোসল করতে যায় শালমদী এলাকার দুদু মিয়ার মেয়ে সাফিয়া তার পায়ের সাথে লাশ বাধলে সাফিয়া চিৎকার দেয় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে রিয়াত(৭) এর লাশ উদ্ধার করে ১৩.০০ ঘটিকায় মান্নাব এর এর বাড়ির উঠানে এনে রাখে। থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করেছে। নিহত রিয়াদ(৭) শালমদী গ্রামের বাবুল মিস্ত্রির ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার ১৪ ফেব্রুয়ারি দুপুরে রিয়াদ সহ তার কয়েকজন বন্ধু মিলে পার্শ্ববর্তী খিরদাসাদী গ্রামের রব হাজীর পুকুরে মাছ ধরতে যায়। ওই সময় পুকুর মালিক রব হাজী শিশুদরেকে ধাওয়া করলে রিয়াজের বন্ধুরা দৌড়াদৌড়ি করে পালিয়ে যায়। তখন থেকেই শিশু রিয়াদ নিখোঁজ থাকে। রিয়াদ পুকুরের পানিতে ডুবে মারা গেছে এমন সন্দেহে গত ৩ দিন ধরে জাল দিয়ে পুকুরে খোঁজা খূঁজি করলেও তাকে পাওয়া যায়নি। অবশেষে গতকাল বুধবার দুপুরে ওই পুকুরের পানিতেই রিয়াজের লাশ পাওয়া যায়। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন জানান, এ ব্যাপারে নিহতের অভিভাবকেরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।