টাইমস রিপোর্টঃ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে সম্মাননা পেলেন মোঃ আব্দুল্লাহ মোল্লা। ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নারায়ণগঞ্জের পক্ষ থেকে সম্মাননা স্বারক তলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া। মোঃ আবদুল্লাহ মোল্লা তার প্রতিক্রিয়ায় বলেন; শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হওয়ায় আমি গভীরভাবে আনন্দিত এবং সম্মানিত। এই সম্মাননা আমার একার নয়, এটি আমার সকল সহকর্মী, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং মাঠ পর্যায়ের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আপনাদের অক্লান্ত সমর্থন এবং সহযোগিতাই আমাকে এই অবস্থানে নিয়ে এসেছে।
যারা আমাকে এই সম্মাননা প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন, আপনাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদের শুভকামনা এবং অনুপ্রেরণা আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও সততার সাথে কাজ করার জন্য উৎসাহিত করবে
