আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্ব শত্রুতার জের ধরে এক ফ্লেক্সিলোড ব্যবসায়িকে কুপিয়ে গুরুতর জখম করে তার দোকান থেকে ফ্লেক্সিলোড ব্যবসার ৩ লাখ ৬০ হাজার টাকা লুটপাট করে নিয়ে গেছে প্রতিপক্ষ প্রতিবেশীরা। উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটলেও এ ব্যাপারে মঙ্গলবার আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত ব্যবসায়ি শামসুল (৩৫) জানান, প্রতিপক্ষ মনির হোসেন গংদের সঙ্গে তার সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে সোমবার সকালে মনির ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে এবং তার দোকান থেকে ৩ লাখ ৬০ হাজার টাকা ও অন্যান্য মালামাল লুটে নেয়। এ ব্যাপারে তার ছোট ভাই মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।