আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে প্রবাসির বউ নিয়ে পরকিয়া প্রেমিকের উধাও হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার সকালে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ঝাউকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে । এ ঘটনায় পালিয়ে যাওয়া সুমি আক্তারের বড় জা আয়েশা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, ওই গ্রামের সাইফুল ইসলাম এবং তার ছোট ভাই তোফাজ্জল দীর্ঘ দিন যাবত সৌদী প্রবাসে থাকে। সাইফুল ইসলামের স্ত্রী আয়েশা (৩২) এবং তোফাজ্জলের স্ত্রী সুমি আক্তার (২৯) তাদের সংসারে থাকে। এমতাবস্থায় একই গ্রামের মৃত হাসেম মেম্বারের ছেলে জিলানী (৩৫) এর সঙ্গে সুমির পরকিয়ার সম্পর্ক গড়ে উঠে। ঘটনার দিন সকালে সুমি স্বামীর সংসার এবং এক মাত্র সন্তান ফেলে তাদের দুই জায়ের ৫ ভরি ওজনের স্বর্ণালংকার, সংসারে থাকা নগদ ৮ লাখ টাকা টাকা এবং সুমির একাউন্টে থাকা স্বামীÑ ভাসুরের পাঠানো ২ লাখ ৬০ হাজার টাকা তুলে নিয়ে পরকিয়া প্রেমিক জিলানীর সাথে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়।
প্রসঙ্গত, সুমি আক্তার এক সন্তানের জননী এবং জিলানী দুই সন্তানের জনক। সুমি একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সিদ্দিকের মেয়ে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।