আড়াইহাজার প্রতিনিধি:আড়াইহাজার থানা পুলিশ এলাকার কূখ্যাত ডাকাত ইকবাল হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে। সোমবার দিবাগত রাত ১.৩০ টায় তাকে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত ইকবাল হোসেন উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের ইব্রাহীমের ছেলে।আড়াইহাজার থানার এস আই মনিরুল ইসলাম জানান, ইকবাল সম্প্রতি সংঘটিত উপজেলার সত্যভান্দি গ্রামের ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলার তালিকা ভুক্ত আসামী। তার নামে আড়াইহাজার থানায় আরো ডাকাতি মামলা রয়েছে। তবে ডাকাত ইকবাল কে গ্রেফতার করতে পারলেও ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। অন্যান্য ডাকাতদেরকে গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে বলে পুলিশ জানায়।