টাইমস রিপোর্টঃ আড়াইহাজারে কীটনাশক (কেড়িপোকা মারার বিষ) খেয়ে গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার সকালে আড়াইহাজার পৌরসভার চামুরকান্দি নিজ পিত্রালয়ে গৃহবধূ তানিয়া(২৭) পরিবারের চলোকজনের অজান্তে কেড়িপোকা মারার বিষ খেয়ে অসুস্থ হয়। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেণ। স্বজনরা তাকে রূপগঞ্জ ইউ এস বাংলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেণ।
স্বজনরা জানায়, তানিয়া(২৭) মানসিক ভাবে অসুস্থ ছিলেন,স্বামী আঃ মজিদ ও সন্তানদের নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন।