আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে তানজিলা (২০) নামে এক যুবতির রহস্য জনক মৃত্যু হয়েছে। তানজিলা উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের পাজারদিয়া গ্রামের আঃ করিমের কন্যা।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়,গত ২ বছর পুর্বে রুপগঞ্জের প্রাচাইখাঁ গ্রামে তানজিলার বিয়ে হয়। বিয়ের পর স্বামীর সাথে মিল না হওয়ায় তাদের বিচ্ছেদ হয়। পরেএকই গ্রামেই তার আপন খালার দেবরের সাথে তানজিলার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। নিহতের চাচাত ভাই আল আমিন জানান সোমবার রাত অনুমান ১০ ঘটিকায় কাজ থেকে বাড়ি ফিরে চাচা আঃ করিমের ঘড়ে কান্নার শব্দ পাই। ঘরে গিয়ে দেখি তানজিলা অচেতন অবস্থায় পড়ে আছে পরে তাকে নিয়ে রূপগঞ্জের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
আড়াইহাজার থানার ওসি (ভারপ্রাপ্ত) আনিচুর রহমান মোল্লা জানান, মঙ্গলবার সকালে আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে মৃত তানজিলার বাবা আঃ করিম জানান, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জানা যাবে।