নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী আওলাদ হোসেন’কে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব সুত্রে জানা যায় ,র্যাব-১১ সিপিএসসি’র এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৮ মে ২০২২ শনিবার রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা মাঝিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আওলাদ হোসেন (৩৫), পিতা- মোঃ জাকারিয়া, সাং- শেখ কান্দি, থানাঃ সোনারগাঁ, জেলা- নারায়নগঞ্জ’কে গ্রেফতার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ আওলাদ হোসেন (৩৫) একজন কুখ্যাত পেশাদার মাদক ব্যবসায়ী। একাধিক মাদক মামলা ছাড়াও তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ মারামারি ও বিশেষ ক্ষমতা আইনে ০৮টিরও বেশি মামলা চলমান রয়েছে যার মধ্যে ৩টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এর মধ্যে বিগত ২০১৫ সালে র্যাব-১১, সিপিএসসি কর্তৃক রুজুকৃত একটি মাদক মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত উল্লিখিত আসামী কে দোষী সাব্যস্ত করে ১৪ বছরের কারাদন্ড প্রদান করেন। মামলার রায় হওয়ার পর অভিযুক্ত আসামী বিজ্ঞ আদালতে আত্মসমর্পণ না করে গা ঢাকা দিয়ে অভিনব কৌশল অবলম্বন করে এক স্থান হতে অন্য স্থানে পালিয়ে বেড়াচ্ছিল।
