নিজস্ব সংবাদদাতা: নারায়নগঞ্জের আড়াইহাজারে ডাকাতির প্রস্ততিকালে ২ টি প্রাইভেটকার সহ ৩ ব্যাক্তিকে আটক করেছে আড়াইহাজার থানা পুলিশ।
গোপালদী পুলিশ তদন্তকেন্দ্রের এস আই(নি:) মো: শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলামত সহ তাদেরকে ২৪ জুলাই মধ্যরাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের ফেরিঘাট এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যাবহৃত ২টি প্রাইভেটকার ও দেশীয় অস্রশস্র উদ্ধার করা হয়।আটককৃতরা হলো;
ভোলা জেলাধীন বোরহানউদ্দিন থানার পইক্ষা গ্রামের আ: বারেকের পুত্র আল ইসলাম(৩০), নারায়নগঞ্জ জেলাধীন সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মালিপাড়া এলাকার দেলোয়ার হোসেন চাঁন মিয়ার পুত্র শাহীন (৩৫) ও নারায়নগঞ্জ জেলাধীন রূপগঞ্জ উপজেলার বাইল্লা এলাকার মহসিন ভূইয়ার পুত্র ডালিম ভূঁইয়া(৪২)
পুলিশ আরো জানায়
উল্লেখিত ধৃত ৩ জডাকাত সহ একটি সংঘবদ্ধ ডাকাত দল ফেরীঘাট এলাকায় ডাকাতির প্রস্ততি নিচ্ছিলো সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ডাকাত পালিয়ে যায়।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আজিজুল হক হাওলাদার বলে আসামীদের গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে মামলা রুজুপুর্বক কোর্টে প্রেরণ করা হয়েছে।
